উপহার দিয়েছেন সাকিব

রাকিন কর্নওয়েলকে প্রথম উইকেট উপহার দিয়েছেন সাকিব। কর্নওয়েলের জন্য নিশ্চয়ই এটি স্মরণীয় মুহূর্ত। কিন্তু সাকিব যেভাবে আউট হলেন, সেটি সাকিব কেন, কর্নওয়েলও বোধকরি ভাবতে পারেননি। সাকিবের মতো ব্যাটসম্যানকে সেট হয়ে যাওয়ার পর ফেরানো এত সোজা!

Leave a Reply

Scroll to top
error: Content is protected !!