ইচিমকু কিনকো হিয়ো (IKH)

ইচিমোকু কিনকো হিয়ো একটি শক্তিশালী ইন্ডিকেটর আর এটা নিজেই একটি স্বয়ংসম্পূর্ন ট্রেডিং সিস্টেম।

IKH এর অর্থ হল:

  • ইচিমোকু – এক নজর (a glance)
  • কিনকো – ভারসম্য (equilibrium)
  • হিয়ো – চার্ট (chart)

সব একসাথে করলে হয় – ইচিমোকু কিনকো হিয়ো = এক নজরে চার্টের ভারসম্য।

আপনি হয়ত মনে মনে বলতে পারেন যে এত কাজের ইন্ডিকেটর, না জানি দেখতে কত সুন্দর হয়। চলুন তাহলে আমরা IKH চার্টে লাগিয়ে দেখি:

যদি নিরাশ হয়ে থাকেন তাহলে মনে রাখবেন যে চকচক করলেই সোনা হয় না। চার্টে আপনার পরবর্তী মুভমেন্টের তথ্য দরকার আর সেটা আপনি যেভাবে পেতে সাচ্ছন্দ্যবোধ করেন সেটাই ভালো।

 

IKH এর উপাদানসমূহ আর যেভাবে IKH গননা করা হয়:

কিজুন সেন (নীল লাইন) – এটাকে স্ট্যান্ডার্ড লাইন অথবা বেস লাইন ও বলা হয়ে থাকে।

সূএ: HIGHEST HIGH + LOWEST LOW)/2 for the past 26 periods

তেকান সেন (লাল লাইন) – এটাকে টার্নিং লাইন ও বলা হয়ে থাকে।

সূএ: (HIGHEST HIGH + LOWEST LOW)/2 for the past 9 periods

চিকউ স্পান (লাইম) – এটাকে ল্যাগিং লাইনও বলা হয়ে থাকে। এটা আজকের ক্লোজিং প্রাইস ২৬ পিরিয়োড আগে ড্র করে।

সেনকউ স্পান এ – ১ম লিডিং লাইন

সূএ: (TENKAN SEN + KIJUN SEN)/2 time-shifted forwards (into the future) 26 periods

 

সেনকউ স্পান বি – ২য় লিডিং লাইন

সূএ: (HIGHEST HIGH + LOWEST LOW)/2 for the past 52 periods time-shifted forwards (into the future) 26 periods

সেনকউ স্পান “এ” এবং “বি” মিলে “কুমো ক্লাউড” ফর্ম করে। নিম্নের চার্টটি দেখুন:

প্রতিটা লাইনকে যখন ব্যাখ্যা করা হয়, তখন প্রতিটা ভিন্ন ভিন্ন ধারনা দেয়। চলুন দেখি:

 

সেনকউ স্পান: প্রাইস যখন ক্লাউডের উপরে থাকে তখন ১ম লাইনটা ১ম সাপোর্ট হিসেবে কাজ করে আর ২য় লাইনটা ২য় সাপোর্ট হিসেবে কাজ করে। প্রাইস যখন ক্লাউডের নিচে থাকে তখন ১ম লাইনটা ১ম রেজিস্টেন্স হিসেবে কাজ করে আর ২য় লাইনটা ২য় রেজিস্টেন্স হিসেবে কাজ করে।

 

কিজুন সেন: ভবিষ্যতের প্রাইম বার্তা হিসেবে কাজ করে। যখন প্রাইস লাইনের উপরে যায়, প্রাইস আরো উপরে যেতে পারে। যখন প্রাইস লাইনের নিচে যায়, তখন প্রাইস নিচে যেতে পারে।

 

তেকান সেন: মার্কেট ট্রেন্ড ইন্ডিকেটর। লাইন উপরে গেলে আপট্রেন্ডের সংকেত দেয়। লাইন নিচে গেলে ডাউনট্রেন্ডের সংকেত দেয়। সমান্তরাল লাইন মানে ফ্ল্যাট মার্কেট।

 

চিকউ স্পান

সেল সিগন্যাল – যদি বর্তমান প্রাইস বিগত ২৬ পেরিয়োডের নিচে থাকে।

বাই সিগন্যাল – যদি বর্তমান প্রাইস বিগত ২৬ পেরিয়োডের উপরে থাকে।

IKH দিয়ে ট্রেডের স্ট্রাটেজি সমূহ

  • তেকান সেন/কিজুন সেন ক্রস
  • কিজুন সেন/প্রইস ক্রস
  • কুমো ব্রেকআউট
  • সেনকউ স্পান ক্রস
  • চিকউ স্পান ক্রস

ব্যাস এতটুকুই থাক। অনেক বলে ফেলেছি। আপনি হয়ত এতক্ষনে পড়তে পড়তে ঘুমিয়ে গিয়েছেন। শেষমেশ একটা চার্ট দিয়ে শেষ করি।

InfotakeBD

View posts by InfotakeBD
InfotakeBD is a information sharing blog, We share information for you. Please visit us and if you want to contribute for this blog please email us infotakebd@gmail.com. Thank you

Leave a Reply

Scroll to top