কম্পিউটার অফিস এপ্লিকেশন পরীক্ষা-২০১৪ প্রশ্ন ও উত্তর

কম্পিউটার অফিস এপ্লিকেশন পরীক্ষা-২০১৪ প্রশ্ন ও উত্তর

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড, ঢাকা

বেসিক ট্রেড ৩৬০ ঘন্টা ( তিন মাস )

 মেয়াদি পরীক্ষা (জুলাই-সেপ্টম্বর)-২০১৪

পরীক্ষার তারিখঃ২৬/০৯/২০১৪ইং

 

*** সঠিক উত্তরটি লিখ

১। MS Word 2003 এ Font Size পরিবর্তন করতে কোন টুলবারে যেতে হবে ?

ক.Table –  এ                     খ.Format –এ

গ:Formating-  এ                    ঘ . Standard-এ

উত্তর:  Formating-  এ

২। মেমোরি প্রধানত কত প্রকার ?

ক. ২ প্রকার                              খ.৩ প্রকার

গ. ৫ প্রকার                              ঘ.৭ প্রকার

উত্তর: ২ প্রকার

৩। ১ গিগাবাইটে কত কিলোবাইট ?

ক. 103 কিলোবাইট                       খ .106  কিলোবাইট

গ.  109  কিলোবাইট                        ঘ.1012 কিলোবাইট     

উত্তর:106 কিলোবাইট

৪। কতগুলো সেলকে একত্রিত করাকে বলে-

ক. মেইল মার্জ                          খ.মার্জ সেল

গ. স্প্লীট সেল                          ঘ.স্প্লীট টেবিল

উত্তর: মার্জ সেল

৫। বিজয় চালু করতে  চাপতে হয়-

ক.  Ctrl+Shift+B             খ. Ctrl+Alt+B

গ.  Ctrl+Alt+A                ঘ. Ctrl+B

উত্তর:  Ctrl+Alt+B

6|G5 থেকে বড় G50  পর্যন্ত যোগ করার ফাংশন ু

ক.=Sum (G5:L5)

খ.=Sum(G5:k50)

গ.=Sum (G5:G50)

ঘ.=Sum(G5:-G50)

উত্তর: =Sum (G5:G50)

৭। A1 থেকে বড় B1†_‡K ছোট প্রকাশ করতে ব্যবহৃত হয়-

ক. A1<B1                             L.B1<A1

গ. A1≤B1                              ঘ. B1≤A1

উত্তর:  A1<B1

৮। Relational Data Base- এ সর্বনিম্ন ফাইল সংখ্যা-

ক.  ২ টি                          খ.৩ টি

গ. ১ টি                           ঘ.৪ টি

উত্তর: ২ টি

9|Data Base Table এ প্রয়োজনমতো ডিজাইন করতে ব্যবহৃত হয়-

ক.Design  view                    খ. Designhome

গ.Design from                    ঘ. Design table wizard

উত্তর: Design  view

১০। Power Point -এ স্লাইড শো করতে কী চাপতে হবে –

ক. Shift +F6                         খ. Shift +F5

গ.  F5                                  N.Ctrl+F5

উত্তর: F5

*** সত্য হলে এবং মিথ্যা হলে মি লেখ

১১। প্রথম আবিস্কার ব্রাউজারের নাম মোজাইক।

উত্তর:‘স’

১২।  RAM  একটি স্থায়ী মেমোরি ।

উত্তর:‘মি’

১৩।বর্তমান অ্যাপল কম্পিউটারে ব্যবহৃত অপারেটিং সিস্টেম নাম

উত্তর:‘মি’

১৪। হেক্রাডেসিমাল সংখ্যা পদ্ধতির বেস/ভিত্তি ১৬ টি ।

উত্তর:‘স’

১৫। মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে তৈরিকৃত ফাইলকে ডকুমেন্ট বলে ।

উত্তর:‘স’

১৬। লিগ্যাল পেপারের মাপ দৈর্ঘ্য ১৩ ইঞ্চি এবং প্রস্থ ৮.৫ ইঞ্চি ।

উত্তর:‘মি’

১৭। = IF  যুক্তিমুলক ফর্মুলা বাক্যটি মিথ্যা ।

উত্তর:‘স’

১৮। Cut করার কী-বোর্ড কমান্ড Cut+X

উত্তর:‘স’

১৯। কতগুলো সর্ম্পকযুক্ত Record এর সমষ্টি হলো   table|

উত্তর:‘স’

২০। Power Point -এ Custom Animation সেট করা যায় না

উত্তর:‘স’

*** অতি সংক্ষেপে উত্তর দাও

২১। ‘ক্ষ’ লেখতে কী-বোর্ড থেকে ইংরেজি কোন কোন “কী” চাপতে হবে ?

উত্তর: ক+জি+ষ ( J,G,Shift+N)

২২। Slide Animation প্রদর্শন করার কমান্ড কী ?

উত্তর: Slide Show > Animation >Schemes

২৩। Slide এ ডিজাইন টেমপ্লেট ব্যবহারের সুবিধা কী ?

উত্তর:১। Slide Achemes করা ।

2|Slide Design  করা ।

3|Background তৈরি করা ।

২৪।একটি Antivirus সফটওয়্যার ও দু’টি Input device এর নাম লেখ ।

উত্তর:একটি UAntivirus সফটওয়্যার   McAfee ও দু’টি Input device-margin

mouse,keyboard

25|W.W.W -এর পুর্ণ নাম কী?

উত্তর:W.W.W  পুর্ণ অর্থ হল World Wide Web|

২৬। ফাইল মেনুর পাঁচটি কমান্ডের নাম লেখ ।

উত্তর:Save,Save As,Print, page setup,New file,Open file.

২৭। ওয়ার্কশীট কাকে বলে।

উত্তর: সুবিশাল শীটের যে অংশে কাজ করা হয় তাকে ওয়ার্কশীট বলে । ওয়ার্কশীটে মূলত বিভিন্ন ধরনের গাণিতিক কার্যাবলি সম্পদন করা হয় ।

২৮।এক্সলের ফর্মুলার একটি উদাহরণ দাও ।

উত্তর:  MS word=COUNT (A1:A10 )

২৯। MS word -এ Page set up করার ধাপ উল্লেখ কর।

উত্তর: Click File>Page setup এর Dialog Box  থেকে paper  ট্যাবে paper  করতে হবে |paper Size হিসেবে A4 বা Legal Select  করতে হবে । Margin ট্যাবে  Clickকরে Top, Select,Left,right ইত্যাদি নির্ধারণ করে  দিতে হবে |Orientation হিসেবে Portrait বা Landscape নির্ধারণ করে সবশেষে Ok বাটন Click করতে হবে ।

30|(11)2 বাইনারিকে ডেসিমালে রূপান্তর কর ।

উত্তর: (11)2 বাইনারিকে ডেসিমালে রূপান্তর-

*** সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ কর

৩১।মনিটর একটি —– ডিভাইস।

উত্তর:আউটপুট

৩২।ıকী’ বোর্ডেও ফাংশন কী’ —— টি ।

উত্তর: ১২

৩৩। একই চিঠি একাধিক ঠিকানায় প্রেরণের জন্য MS Word -এ——- ব্যবহার করা হয় ।

উত্তর: Mail Merge

৩৪। MS Excel -এ প্রতিটি ওয়ার্কশীটে —— টি  Row এবং —- টি Column  রয়েছে ।

উত্তর: ৬৫৫৩৬,২৫৬

৩৫।  ‘OR’  একটি —– ফমুর্লা ।

উত্তর: Logical Access

৩৬। Access -এ ডাটা প্রদর্শনকে নিয়ন্ত্রণ করার জন্য —— ব্যবহার হয় ।

উত্তর: Query

৩৭।  BIOS শব্দের পুর্ণরূপ ——।

উত্তর: Basic Input Output System .

৩৮। PHP মূলত —– প্রোগ্রামিং ল্যাংগুয়েজ ।

উত্তর: Server Side Scripting

৩৯। SQL-Gi পুর্ণরূপ ——।

উত্তর: Structured Query Language.

৪০। power point  ফাইলের বর্ধিত নাম দিয়ে —– প্রকাশ করা হয় ।

উত্তর: .PPT

*** Fill in the blanks with appropriate word under bracket

৪১। I want to ______a letter.(make/write/learn)

উত্তর: write

৪২।My fatheris ______than your father(funny/funnier/funniest)

উত্তর: funnier

৪৩। He is ____ honest man.(a/an/the)

উত্তর:an

৪৪।What is your present address?

উত্তর:My present addess is 17, Narinda road, Dhaka-1100.

৪৫।Who is my best friend ?

উত্তর:Salim is my best friend.

৪৬।What do you do after traning ?

উত্তর:After traning I do self-practice.

*** Translate into Englisht

৪৭।ঢাকা বাংলাদেশের রাজধানি ।

উত্তর:Dhaka is the capital of Bangladesh.

৪৮।সূর্য পুর্ব দিকে উঠে ।

উত্তর:The sun rises in the east.

৪৯।তোমার কয় ভাইবোন ?

উত্তর:How many brothers and sister do you have?

৫০। আমার আব্বা একজন গরিব লোক ।

উত্তর: My father is a poor man.

 

AKM Shafiul Azam

View posts by AKM Shafiul Azam
Currently working as a Instructor (Computer), District Based Women Computer Training Project (64 districts), Jatiya Mohila Songtha Under Ministry of Women and Children Affairs

Leave a Reply

Scroll to top