কম্পিউটার অফিস এপ্লিকেশন পরীক্ষা-২০১০ ( জুলাই – ডিসেম্বর) প্রশ্ন ও উত্তর

কম্পিউটার অফিস এপ্লিকেশন পরীক্ষা-২০১০ ( জুলাই – ডিসেম্বর) প্রশ্ন ও উত্তর

 

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড, ঢাকা

বেসিক ট্রেড ৩৬০ ঘন্টা ( ৬ মাস ও তিন মাস ) মেয়াদি পরীক্ষা-২০১০

জুলাই – ডিসেম্বর ও অক্টোবর -ডিসেম্বর ২০১০

বিষয় কোডঃ৭৬                                                 পরীক্ষার তারিখঃ৩১/১২/২০১০

সময়ঃ ১ঘন্টা                                                             পূর্নমানঃ ৬০

 

—-> অতি সংক্ষেপে উত্তর দাওঃ

১। MS-Word এ কীভাবে Page setup/ Margin setup করা যায়, তা বর্ণনা কর।

উত্তর ঃ File > Page setup > Page setup Dialog Box থেকে Left, Right, Top,  Report Bottom, options প্রয়োজনীয় মার্জিন সিলেক্ট করে Ok দিতে হবে।

২। কোন Data base এর Data print করার পর্যায়গুলো সংক্ষেপে বর্ণনা কর।

উত্তর ঃ প্রথমে Table তৈরি করতে হবে। Table- এর উপর তৈরি করতে হবে। অতঃপর File> Print > Print Dailog Box > Print > Ok.

৩। MS Access-G কুইয়ারি (Query) কেন ব্যবহার করা হয়,উল্লেখ কর।

উত্তর ঃ বিপুল পরিমাণ তথ্য সম্বলিত ডাটাবেস থেকে প্রয়োজনীয় যে- কোন তথ্য কিংবা রের্কডসমূহ খুব সহজে এবং অত্যন্ত দ্রুত খুঁজে বের করার জন্য কোয়েরি ব্যবহার করি হয়।

৪। MS Excel -এর সাহায্যে পাই চার্ট নির্ণয়ের পদ্ধতি লেখ।

উত্তর ঃ Insert >Chart > Chart Type থেকে পাই (pie) > Chart – Syb-type > Next > Next> Finish

৫। MS Word-G মেইল মার্জ বলতে কী বুঝায়?

উত্তর ঃ একই চিঠি, মেইলিং লেবেল বা বিজ্ঞপ্তি যদি বিভিন্ন ঠিকানায় ভিন্ন ভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠানের নিকট পাঠানোর প্রয়োজন হয়, তখন উক্ত চিঠির সাথে ভিন্ন ভিন্ন ঠিকানাকে একত্র করে খুব অল্প সময়ে পূর্ণাঙ্গ চিঠি গঠন করার পদ্ধতিকে মেইল মার্জ বলে। অথবা, একটি চিঠি বিভিন্ন ঠিকানায় পাঠানোই হল মেইল মার্জ।

৬। Worksheet Protect করা হয় কীভাবে?

উত্তর ঃ Tools> Protection> Protect sheet > Password >Comform password>Ok.

৭। MS Word- ম্যাক্রো ব্যবহারের সুবিধা উল্লে কর।

উত্তর ঃ MS Word-G ম্যাক্রো ব্যবহারের সুবিধাসমূহ হলো ঃ

ক) এ কাজ বার বার করার প্রয়োজন হয় না।

খ) কম সময়ে অনেক বেশি কাজ সম্পন্ন করা যায়।

গ) নির্ভুলভাবে কাজ সম্পাদন করা যায়।

৮। MS Excel এ () ফাংশনের একটি উদাহরণ দাও।

উত্তর ঃ ফাংশনের মাধ্যমে বের করার উদাহরণ ঃ

=IF(H2>=800,“A+”,=IF(H2>=700,“A”,=IF(H2>=600,“A-”,=IF(H2>=450,“B”, =IF(H2>=350,”C”,=IF(H2>=300,“D” “F”))))))

৯। হাইপার লিল্ক বলতে কী বুুঝায়?

উত্তর ঃ একটি ওয়েব পেজের সাথে অপর এক বা একাধিক ওয়েব পেজের সংযোগ (Link) স্থাপন করা যায়। এভাবে স্থাপিত সংযোগকে হাইপার লিল্ক (Hyper link) বলা হয়।

১০। BIOS -এর পূর্ণনাম লেখ।

উত্তর ঃ Basic Input Output System.

BIOS= Basic Input Output System. এর সংক্ষিপ্ত রূপকেই বলা হয়। এটি মূলত রমে সংরক্ষিত একটি সফটওয়্যার।

 

—->সত্য হলে ‘স’ এবং মিথ্যা হলে ‘মি’ লেখ ঃ

১১। কোন Folder তৈরি করার পরে ঐটির নাম পরিবর্তন করা যায় না।

উত্তর ঃ ‘মি’

১২। MS Word এর Table এর দুই বা ততোধিক Cell একত্র করাকে বলা হয় Merge cell

উত্তর ঃ ‘স’

১৩। Recycle bin এর Data পুনরায় ফিরিয়ে আনা যায় না ।

উত্তর ঃ ‘মি’

১৪। Copy paste ও Cut paste এর মাঝে কোন পার্থক্য নেই।

উত্তর ঃ ‘মি’

১৫। Worksheet হচ্ছে Workbook এর অংশ বিশেষ ।

উত্তর ঃ ‘স’

১৬। MS-Word এ Page numbering এর ক্ষেত্রে যে কোন number থেকে Page numbering শুরু করা যায় না।

উত্তর ঃ ‘মি’

১৭। দুটি ডাটাবেসের মাঝে রিলেশন তৈরি করতে হলে ডাটাবেস দুটি অবিকল এক রকম হতে হবে ।

উত্তর ঃ ‘স’

১৮। পৃষ্ঠায় বর্ডার দেয়ার কমান্ড Format > Border and shading… > Page border > Border style.

উত্তর ঃ ‘স’

১৯। MS-Word এর ডকুমেন্টের কোন শব্দ সহজে খুঁজে বের করা যায় না ।

উত্তর ঃ ‘মি’

২০। হরিজেন্টাল রুলের সাহায্যে Hanging Envent করা যায় না।

উত্তর ঃ ‘মি’

 

—->সঠিক উত্তরটি টিক (√) চিহৃ দাও ঃ

২১। Windows XP হল একটি-

(ক) Word processor

(খ) Data base software

(গ) Operating system (√)

২২। MS Access -এ Data সংরক্ষিত থাকে-

(ক) Query ফাইলে      (খ) ফর্ম-এ        (গ) টেবিলে (√)

২৩। Data base তৈরির জন্য ব্যবহৃত হয়-

(ক) Microsoft Excel

(খ) Microsoft Access (√)

(গ) Microsoft Powerpoint

(ঘ) Microsoft Word

২৪। MS-Word -এ Ctrl+ End command  টি কার্সরকে নিয়ে যায়-

(ক) Line এর শেষে

(খ) Document এর শেষে (√)

(গ) Document এর প্রথমে

২৫। Microsoft Powerpoint হল এক ধরনের-

(ক) Data base software

(খ) Spread sheet program

(গ) Presentation design software (√)

২৬। MS-Word -এ Ctrl+ P command  টি ব্যবহৃত হয়

(ক) কোন Document open করার জন্য

(খ) কোন Document print করার জন্য (√)

(গ) কোন Document -এ password দেয়ার জন্য

২৭। MS-Word -এ Ctrl+ Z command  টি ব্যবহৃত হয়

(ক) Undo -এর জন্য (√)

(খ) Redo -এর জন্য

(গ) Go to -এর জন্য

২৮। MS Excel -এ DSUM( ) Function টির Parameter হল-

(ক) ২টি          (খ) ৪টি          (গ) ৩টি (√)

২৯। Esc বাটন ব্যবহৃত হয়-

(ক) Copy করার জন্য

(খ) Dialogue box cancel করার জন্য (√)

(গ) Program close করার জন্য

৩০। MS-Word -এ কোন লেখাকে Center করার সংক্ষিপ্ত Command হল-

(ক) C+n+C      (খ) C+n+E       (গ) C+n+B

৩১। MS-Word -এ Ctrl+ D command  টি প্রয়োগ করলে-

(ক) Save dialogue box আসে

(খ) Print dialogue box আসে

(গ) Font dialogue box আসে (√)

৩২। MS Excel -এ MOD( ) Function টি ব্যবহৃতহয়-

(ক) ভাগফল জানার জন্য

(খ) ভাগশেষ জানার জন্য (√)

(গ) গুণ করার জন্য

৩৩। MS-Access-G Query file তৈরি হয়-

(ক) কোন From এর উপর

(খ) কোন Table এর উপর (√)

(গ) কোন Report file এর উপর

৩৪। MS-Access এর Print file কে বলা হয়-

(ক) From    (খ) Report file    (গ) Query file

৩৫। কম্পিউটারের Boot order নির্ধারণ করা হয়-

(ক) FAT থেকে

(খ) BIOS থেকে file

(গ) Control panel থেকে

 

—->সাঠক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ কর ঃ

৩৬। Copy করার সংক্ষিপ্ত Command হল____

উত্তর ঃ Ctrl+C

৩৭। IF( ) Funtion এর Parameter ____ টি।

উত্তর ঃ 3( Condition, True, False)

৩৮। MD Command টি ব্যবহৃত হল ____তৈরি করতে।

উত্তর ঃ Folder

৩৯। Caps lock ON  থাকলে লেখা ____ case এর হয়।

উত্তর ঃ Upper

৪০। কোন লেখা Select করা অবস্থায় Space bar- এ চাপ পড়লে____ হয়।

উত্তর ঃ Delete

 

—->Answer the following questions in short :

৪১। Who are you?

Ans. I am Jamal.

৪২। Where do you live?

Ans. I live in a town.

৪৩। How old are you?

Ans. I am twenty-five years old.

৪৪। What is your favourite food?

Ans. Meat/Beef is my favourite food.

৪৫। What do you do after training?

Ans. I work in a factory after training.

 

—->Choose and fill in the gaps with the correct word/words :

৪৬। We stayed in ____ hotel near the city center.

(1) the               (2) a                (3)an

Ans. (2) a He is a ____ citizen.

৪৭। He is a ____ citizen.

(1) English       (2) British        (3) England

Ans. (2) British

৪৮। Do you get up early ____ the morning?

(1) in                (2) during            (3) last

Ans. (1) in

৪৯। I can’t____ tennis very well.

(1) to play       (2) play               (3) playing

Ans. (2) play

৫০। She begins class ____ nine in the evening.

(1) in                (2) at                 (3) on

Ans. (2) at

 

AKM Shafiul Azam

View posts by AKM Shafiul Azam
Currently working as a Instructor (Computer), District Based Women Computer Training Project (64 districts), Jatiya Mohila Songtha Under Ministry of Women and Children Affairs

2 Comments

  1. habibaMay 30, 2018

    অনেক ধন্যবাদ এই অ্যাপটি তৈরীর জন্য

  2. sharifJuly 16, 2018

    valo

Leave a Reply

Scroll to top