নৈতিকতা ও মূল্যবোধ – ৩


নৈতিকতা ও মূল্যবোধ

• সাংস্কৃতিক মূল্যবোধ বেশি পরিমাণে উদ্ভূত হয় : সামাজিক প্রথা থেকে।
• সামাজিক মূল্যবোধের ভিত্তি : শিষ্টাচার, সততা ও ন্যায়পরায়ণতা।
• সত্যের উপর প্রতিষ্ঠিত, পরিবেশ দ্বারা প্রভাবিত এবং ব্যক্তির দৃষ্টিভঙ্গির উপর নির্ভরশীলতা : হলও মূল্যবোধের বৈশিষ্ট্য।
• সামাজিক মূল্যবোধের প্রধান বৈশিষ্ট্য হল : বিভিন্নতা আপেক্ষিকতা ও আদর্শভিত্তিক ধারণা।
• শৃঙ্খলা আনয়ন, ঐক্য প্রতিষ্ঠা এবং ব্যক্তি ও সমাজের সম্বন্ধ নির্ণয় করে : সামাজিক মূল্যবোধ।
• সামাজিক মূল্যবোধের বিভিন্নতা পরিলক্ষিত হয় : স্থান, সমাজ ও জাতিভেদে।
• সামাজিক মূল্যবোধ : নৈর্ব্যক্তিক, বৈচিত্র্যময় ও আপেক্ষিক।
• সভ্যতা, সংস্কৃতি ও ঐতিহ্য বিকাশে অবদান রাখে : সামাজিক মূল্যবোধ।
• সামাজিক মূল্যবোধ জাগ্রত করে মানুষের : দায়িত্ব ও কর্তব্যবোধ।
• মানুষের আচরণ বিচারের মানদণ্ড ও সুকুমার বৃত্তির সমষ্টি হল : সামাজিক মূল্যবোধ।
• বাহ্যিক মূল্যবোধের উপর গুরুত্ব দিয়েছেন : গ্রিক দার্শনিক প্লেটো ও এরিস্টটল।
• বাহ্যিক মূল্যবোধের অন্তর্গত : পরিষ্কার পরিচ্ছন্নতা সরলতা ও পোশাক পরিচ্ছদ।
• নৈতিক মূল্যবোধের অন্তগর্ত : সত্যকে সত্য, অন্যায়কে অন্যায় বলা ও সত্য মিথ্যার ভেদাভেদ।
• সামাজিক মূল্যবোধ : শ্রমের মর্যাদা, দানশীলতা ও ন্যায়বিচার।
• রাজনৈতিক মূল্যবোধ : আনুগত্য, রাজনৈতিক অংশগ্রহণ, ও রাজনৈতিক শৃঙ্খলা-বোধ।
• জাতীয় মূল্যবোধ, জাতীয় শৃঙ্খলা ও রাজনৈতিক স্থিতিশীলতা গড়ে ওঠে ব্যক্তির রাজনৈতিক মূল্যবোধের ভিত্তিতে।
• সমাজ ও রাষ্ট্রের ভিত্তি হল : মূল্যবোধ।
• সুশাসন ও মূল্যবোধের অন্যতম উপাদান : আইনের শাসন।
• রাষ্ট্র উন্নত হলে প্রতিষ্ঠিত হয় : সুশাসন।
• সমাজ ও রাষ্ট্রে সুশাসন প্রতিষ্ঠার উদ্যোগ ব্যর্থতায় পর্যবসিত হয় : জবাবদিহিতার অভাবে।
• সমাজের মানুষ ভাল ও গ্রহণযোগ্য হিসেবে গ্রহণ করে : মূল্যবোধকে।
• সরকার ও রাষ্ট্র জনকল্যাণমুখী না হলে তাকে চিহ্নিত করা হয় : মূল্যবোধের অবক্ষয় হিসেবে।
• মূল্যবোধ উন্নত হলে উন্নত হবে : পরিবার সমাজ ও রাষ্ট্র।
• কতকগুলো নিয়মনীতির সমষ্টি হচ্ছে : মূল্যবোধ ও সুশাসন।
• সুশাসনের উপাদান হল : জনগণের অংশগ্রহণ ও দায়িত্বশীলতা।
• মূল্যবোধের উপাদানসমূহ হল : নীতি ও ঔচিত্যবোধ সামাজিক ন্যায়বিচার ও সহনশীলতা।
• মূল্যবোধ প্রতিষ্ঠা ও সংরক্ষণ করা সম্ভব নয় : সচেতনতা ও কর্তব্যবোধ ছাড়া।
• রাষ্ট্র দার্শনিক জন স্টুয়ার্ট মিল গণতান্ত্রিক ব্যবস্থার সাফল্যের জন্য উল্লেখ করেছেন : তিনটি শর্ত।
• নতুন নতুন অভিজ্ঞতার মধ্যে দিয়ে ব্যক্তি সমস্যার সমাধানের পথ বাড়ালে দেয় : গণতান্ত্রিক মূল্যবোধ।
• নাগরিকের মর্যাদা বৃদ্ধি করে : গণতান্ত্রিক মূল্যবোধ।
• দায়িত্বশীল শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হয় : গণতান্ত্রিক মূল্যবোধের দ্বারা।
• গণতন্ত্রকে সফলতা দান করে, নাগরিকের ব্যক্তিত্বের বিকাশ ঘটায় ও নাগরিকদের সহানুভূতিশীল হতে শেখায় : গণতান্ত্রিক মূল্যবোধ।
• রাষ্ট্রে শান্তি ও সুখ্যাতি প্রতিষ্ঠিত হয় : সহনশীলতার দ্বারা।
• মূল্যবোধগুলো সংরক্ষিত হয় : নাগরিকের অংশগ্রহণের দ্বারা।
• গণতান্ত্রিক মূল্যবোধের চর্চা ছাড়া আশা করা যায় না : সুশাসন।
• নাগরিক অধিকারকে সংরক্ষণ করে : আইনের শাসন।
• গণতান্ত্রিক মূল্যবোধে প্রাধান্য দেয়া হয় : নাগরিককে।
• জনগণের সরকার হল : গণতান্ত্রিক সরকার।
• নাগরিকের জন্য কল্যাণমুখী পদক্ষেপ গ্রহণ করে : গণতান্ত্রিক সরকার।
• সুশাসন প্রতিষ্ঠার প্রধান শর্ত : গণতান্ত্রিক মূল্যবোধের চর্চা।
• সমাজ কাঠামোর অবিচ্ছেদ্য উপাদান : নৈতিকতা।
• সমাজের প্রথা, আদর্শ, ধর্ম ও ন্যায়বোধ হতে জন্ম : নৈতিকতার।
• নৈতিকতার ধারণা : সর্বজনীন।

InfotakeBD

View posts by InfotakeBD
InfotakeBD is a information sharing blog, We share information for you. Please visit us and if you want to contribute for this blog please email us infotakebd@gmail.com. Thank you

Leave a Reply

Scroll to top