নৈতিকতা ও মূল্যবোধ – ২


নৈতিকতা ও মূল্যবোধ

• আইন ও নৈতিকতার লক্ষ্য ও আলোচ্য বিষয় : একই।
• মূল্যবোধ হল : সামাজিক আচার-আচরণের সমষ্টি।
• সামাজিক মূল্যবোধের বৈশিষ্ট্য : আপেক্ষিকতা।
• মূল্যবোধ দৃঢ় হয় : শিক্ষার মাধ্যমে।
• সত্যের উপর প্রতিষ্ঠিত, পরিবেশ দ্বারা প্রভাবিত ও ব্যক্তির দৃষ্টিভঙ্গির উপর নির্ভরশীলতা হল : মূল্যবোধের বৈশিষ্ট্য।
• সামাজিক মূল্যবোধ জাগ্রত হয় : পৌরনীতি ও ইতিহাসের শিক্ষা দ্বারা।
• মূল্যবোধ : সমাজের বৃহৎ অংশের দ্বারা অনুমোদিত।
• মূল্যবোধের একটি প্রকার হল : আদিম মানুষের কাজে-কর্মে।
• সততার সাথে দায়িত্ব পালনে ব্রত : মূল্যবোধ সম্পন্ন মানুষ।
• আইনের ভিত্তি বলা হয় : মূল্যবোধকে।
• মানুষ ও পশুর মধ্যে পার্থক্যকারী ধারণা : ঔচিত্যবোধ।
• বুদ্ধিমান ও ভ্দ্র মানুষ তৈরিতে সহায়তা করে : নীতি ও ঔচিত্যবোধ।
• বিচার প্রহসনে রূপান্তরিত হয় : ন্যায় বিচারের অভাবে।
• অন্যকে সহযোগিতা করার মনোভাবকে বলে : সহমর্মিতা।
• সাম্য, ভ্রাতৃত্ববোধ, মমত্ববোধ প্রভৃতি গুণের বিকাশ ভূমিকা রাখে : সামাজিক মূল্যবোধ।
• জাতীয় সত্তার দর্পণ : সামাজিক মূল্যবোধ।
• জাতীয় উন্নয়নের মূলধন : সামাজিক মূল্যবোধ।
• ব্যক্তিকে উদাসীনতা স্পর্শ করতে পারে না : সামাজিক মূল্যবোধ জাগ্রত হলে।
• গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে প্রয়োজন : সহনশীলতা।
• কথাবার্তা, আচার-আচরণে নীতি অনুসরণ করাকে বলে : নৈতিকতা।
• নৈতিকতার আরেক নাম : মূল্যবোধ।
• নৈতিকতা বিকাশের লালনক্ষেত্র : সমাজ।
• নৈতিকতার উৎস নয় : অপরাধ।
• নৈতিকতার বিধান : ঐচ্ছিক।
• কাঠামোবদ্ধ রূপ অনুপস্থিত : নৈতিকতায়।
• নৈতিকতা : অভ্যাস ও চর্চার ব্যাপার।
• ব্যক্তির নিজস্ব সিদ্ধান্ত ও পছন্দ থেকে উদ্ভূত : নৈতিকতা।
• মূল্যবোধকে মানুষের ইচ্ছার একটি প্রধান মানদণ্ড বলেছেন : গ.জ. ডরষষধস.
• মূল্যবোধকে ভাগ করা যায় : ৬টি ভাগে।
• আধুনিক সভ্যতা খুব বেশি গুরুত্ব দিচ্ছে : ব্যক্তিগত মূল্যবোধকে।
• প্রতিটি শিশুই জন্মায় : ব্যক্তিক মূল্যবোধ নিয়ে।
• ব্যক্তিগত মূল্যবোধ লালন করে : স্বাধীনতাকে।
• যে দেশের মূল্যবোধ অনেক পুরাতন : চীন ও ভারত।
• প্রাচীনকালে ছিল না : রাষ্ট্র ব্যবস্থা।
• গণতান্ত্রিক ব্যবস্থায় প্রকৃত নায়ক : জনগণ।
• সুশাসন প্রতিষ্ঠায় অপরিহার্য : গণতান্ত্রিক মূল্যবোধ।
• মূল্যবোধ মানুষের জীবনে ভূমিকা পালন করে : গাইডলাইন হিসেবে।
• স্বাধীনতার দরুন প্রতিটি দেশই সৃষ্টি করে : মূল্যবোধ।
• প্রতিটি মানুষই কর্মজীবী এবং তাকে শিক্ষা লাভ করতে হয় এটি : প্রাতিষ্ঠানিক মূল্যবোধ।
• বয়সের সাথে পরিবর্তন ঘটে : মূল্যবোধে।
• মানবীয় গুণাবলীর সমষ্টি বিশ্লেষণ করলে পাওয়া যায় : ন্যায়পরায়ণতা।
• ভারত ও চীনের মূল্যবোধে পরিলক্ষিত হয় : অনেক পুরাতন মূল্যবোধ।
• সঞ্চয় করার প্রবণতা যে ধরনের মূল্যবোধ : ব্যক্তিগত মূল্যবোধ।
• সমাজে সামাজিক সেতুবন্ধন হিসেবে কাজ করে : মূল্যবোধ।
• সামাজিক মূল্যবোধের অন্যতম শক্তিশালী ভিত্তি : সহনশীলতা।
• মানুষের আচরণের সামাজিক মাপকাঠি : মূল্যবোধ।
• সমাজে যোগসূত্র ও সেতুবন্ধন হিসেবে কাজ করে : মূল্যবোধ।
• মূল্যবোধের অবক্ষয় হয় : সহনশীলতা, আইনের শাসন ও সুশৃঙ্খল পরিবেশের অভাবে।
• বুদ্ধিবৃত্তিক মূল্যবোধ হল : কোন বিষয়কে বাস্তবিকভাবে বোঝার সামর্থ্য।
• সামাজিক মূল্যবোধের ব্যবহার করা যায় : সামাজিক পরিবর্তনশীলতা।
• মানুষ আজন্ম পরিচিত যে মূল্যবোধের সাথে : সামাজিক মূল্যবোধ।
• মূল্যবোধ নির্ধারিত হয় : নৈতিকতার দ্বারা।
• বাইরের ব্যক্তিত্বকে গড়ে তোলে যে মূল্যবোধ : বাহ্যিক মূল্যবোধ।
• মানুষের বাহ্যিক ও অভ্যন্তরীণ আচরণকে নিয়ন্ত্রণ করে : মূল্যবোধ।
• শারীরিক মূল্যবোধকে সৌন্দর্যবোধ হিসেবে আখ্যায়িত করেন : এডওয়ার্ড স্প্রেঙ্গগরাস।
• অনেক সময় যে মূল্যবোধকে মূল্যবোধ বলে আখ্যায়িত করা হয় : নৈতিক মূল্যবোধকে।
• নীতি ও ঔচিত্যবোধ থেকে বিবেচনা করা হয় যে মূল্যবোধ : নৈতিক মূল্যবোধ।
• অন্যায় থেকে বিরত থাকা : নৈতিক মূল্যবোধ।
• মানুষের আচরণ বিচারের মানদণ্ড : সামাজিক মূল্যবোধ।
• আতিথেয়তা যে ধরনের মূল্যবোধ : সামাজিক মূল্যবোধ।
• আনুগত্য হল : রাজনৈতিক মূল্যবোধ।
• ধর্মীয় ঐতিহ্য, বিশ্বাস, গ্রন্থচর্চা প্রভৃতি থেকে যে মূল্যবোধ সৃষ্টি হয় : ধর্মীয় মূল্যবোধ।
• মানুষ তার লালনকৃত ও ধারণকৃত সংস্কৃতি থেকে যে মূল্যবোধ গ্রহণ করে : সাংস্কৃতিক মূল্যবোধ।

InfotakeBD

View posts by InfotakeBD
InfotakeBD is a information sharing blog, We share information for you. Please visit us and if you want to contribute for this blog please email us infotakebd@gmail.com. Thank you

Leave a Reply

Scroll to top