নৈতিকতা ও মূল্যবোধ – ১


নৈতিকতা ও মূল্যবোধ

• ভিক্ষুককে ভিক্ষা দেয় : নৈতিক মূল্যবোধ।
• সভ্য সমাজের মানদণ্ড: আইনের শাসন।
• কর্মকাণ্ডের ভাল-মন্দের বিচারের ভিত্তি : মূল্যবোধ।
• মূল্যবোধ বিভিন্ন সমাজের : বিভিন্ন রকম।
• মূল্যবোধ হল : পরিবর্তনশীল ও নৈর্ব্যক্তিক।
• মূল্যবোধের ভিত্তি : ১০টি।
• মূল্যবোধ সাধারণত : ৯ প্রকার।
• আর্থিক লেনদেন, ব্যবসা-বাণিজ্য হল : অর্থনৈতিক মূল্যবোধ।
• সামাজিক মূল্যবোধ হল : সুকুমার বৃত্তির সমষ্টি।
• শিশু প্রথম নৈতিক মূল্যবোধের শিক্ষা পায় : পরিবারে।
• অপরের ধর্মমতকে সহ্য করা : ধর্মীয় মূল্যবোধ।
• সুশাসন প্রতিষ্ঠিত হয় না : আইনের শাসনের অভাবে।
• জাতীয় উন্নতির চাবিকাঠি : গণতান্ত্রিক মূল্যবোধ।
• গণতন্ত্রের শ্রেষ্ঠতম মূল্যবোধ : সহনশীলতা।
• আইনের শাসন প্রতিষ্ঠা করে : গণতান্ত্রিক মূল্যবোধ।
• সৎ গুণই জ্ঞান/Knowledge is virtue : বলেছেন এরিস্টটল।
• Morality শব্দটি এসেছে : ল্যাটিন Moralitas থেকে।
• Truth is beauty and beauty is truth : বলেছেন জন কিটস।
• Moralitas এর অর্থ : সঠিক আচরণ/চরিত্র।
• শুভ’র প্রতি অনুরাগ, অশুভ’র প্রতি বিরাগ : নৈতিকতা (ম্যূর)।
• নৈতিকতার রক্ষাকবচ : বিবেকের দংশন।
• নৈতিকতা প্রয়োগ করে না : রাষ্ট্র।
• ব্যক্তিগত ও সামাজিক ব্যাপার : নৈতিকতা।
• আইনের প্রয়োগ হয় না : নৈতিকতা লঙ্ঘনে।
• আইন ও নৈতিকতার মধ্যে প্রথম পার্থক্য করেন : ম্যাকিয়াভেলি।
• নৈতিকতাহীনতা : দণ্ডনীয় অপরাধ নয়।
• পৌরনীতির প্রাক্তন অংশ : নীতি বিজ্ঞান।
• নৈতিকতার পরিধি : আইনের চেয়ে বড়।
• নৈতিকতা হল : অনির্দিষ্ট ও অস্পষ্ট।
• রাষ্ট্র সাধারণত অনুসরণ করে : নৈতিকতাকে।
• সমাজতান্ত্রিক সমাজ ব্যবস্থার ভিত্তি : সামাজিক স্বার্থ ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে।
• Morals of morality এর মূল উৎস : ল্যাটিন mas শব্দটি।
• নৈতিকতা ও নীতিবোধের বিকাশ ঘটায় : ভাল-মন্দ, ন্যায়-অন্যায়, উচিত-অনুচিত বোধ।
• নৈতিকতা একটি মানসিক বিষয়।
• ধনতান্ত্রিক সমাজে প্রতিষ্ঠা লাভের ভিত্তি : স্বার্থপরতা ও লোভ।
• নৈতিকতা ভিন্ন হতে পারে : দেশ-কাল-পাত্র ভেদে।
• সুনাগরিকের বড় গুণ : আত্মসংযম।
• গ্রহণ ও শ্রদ্ধার শিক্ষাকেই বলে : আত্মসংযম।
• মানবীয় গুণ হল : সহমর্মিতা।
• সমাজ ও রাষ্ট্রীয় জীবনে অগ্রগতির প্রধান ধাপ : শৃঙ্খলা-বোধ।
• অধিকার ও কর্তব্য সচেতন নাগরিকই : সুনাগরিক।
• ‘নীতিভ্রষ্ট বা নীতিহীন শাসক হল অন্যতম পাপী’ বলেছেন : করমচাঁদ গান্ধী।
• মূল্যবোধের ইংরেজি শব্দ হচ্ছে : ঠধষঁবং।
• মূল্যবোধের শাব্দিক অর্থ : তুলনামূলক আর্যমূল্য, বা দান বা অন্তর্নিহিত গুণাবলি।
• "মূল্যবোধ হল আবেগিক ও আদর্শগত ঐক্যের বোধ" : ফ্রাঙ্কেল।
• মূল্যবোধকে দুটি বিষয়ের নিরিখে বিভক্ত করেছেন : Deniel H. Parker.
• Deniel H. Parker এর বিষয় দুটি হল : বাস্তব জীবনভিত্তিক মূল্যবোধ ও কল্পনাপ্রসূত মূল্যবোধ।
• রাষ্ট্র, সরকার ও গোষ্ঠী কর্তৃক স্বীকৃত মূল্যবোধ : ইতিবাচক মূল্যবোধ।
• রাষ্ট্র, সরকার ও গোষ্ঠী কর্তৃক অস্বীকৃত মূল্যবোধ : নেতিবাচক মূল্যবোধ।
• পেশাগত দিক থেকে মূল্যবোধ : ৮ প্রকার।
• মানব মনের সুকোমল বৃত্তি প্রকাশের মূল্যবোধ : নান্দনিক মূল্যবোধ।
• মানুষের আচার-আচরণকে পরিমাপ ও নিয়ন্ত্রণ করে : মূল্যবোধ।
• অন্যের বিপদে-আপদে পাশে দাঁড়ানো এবং সুখে সুখী ও দুঃখে দুঃখী হওয়া হল : সহমর্মিতা।
• মানুষের কাজের মানদণ্ড : মূল্যবোধ।
• সমাজের ভিত্তি হল : সামাজিক মূল্যবোধ।
• ভাল-মন্দ বিচার করার ক্ষমতাকে বলে : নৈতিকতা।
• আইন ও নৈতিকতার মধ্যে পার্থক্য করা হত না : প্রাচীনকালে।
• আইন ও নৈতিকতার পার্থক্য পরিলক্ষিত হয় : পৃথক সত্ত্বা হিসেবে রাষ্ট্রের প্রকাশের পর।
• মানুষের মনোজগতকে নিয়ন্ত্রণ করে : নৈতিকতা।
• বিবেক, চিন্তা, বুদ্ধি ও ন্যায়পরায়ণতা হচ্ছে : নৈতিকতার উৎস।
• নৈতিকতা পরিচালিত হয় : সামাজিক বিবেকের দ্বারা।
• গণতন্ত্র থেকে উৎসারিত মূল্যবোধ : গণতান্ত্রিক মূল্যবোধ।

InfotakeBD

View posts by InfotakeBD
InfotakeBD is a information sharing blog, We share information for you. Please visit us and if you want to contribute for this blog please email us infotakebd@gmail.com. Thank you

Leave a Reply

Scroll to top