বাংলাদেশের বিভাগ পরিক্রমা

বাংলাদেশের বিভাগ পরিক্রমা

ঢাকা বিভাগ:
➟ প্রতিষ্ঠাকাল : ১৮২৯ সাল।
➟ আয়তন: ২০৫০৯.০৬ বর্গ কি:মি:
➟ জেলা : ১৩ টি।
➟ থানা : ১২০টি
➟ বৃহত্তম জেলা : টাঙ্গাইল।
➟ ক্ষুদ্রতম জেলা : নারায়নগঞ্জ।
➟ জনসংখ্যা: ৩৭৮৯৩৯২৩ জন।
➟ জনসংখ্যার ঘনত্ব : ১৯৭৩ জন।
➟ সাক্ষরতার হার : ৫২.৪৪%
➟ সর্বোচ্চ সাক্ষরতার হারের জেলা : ঢাকা (৭০%)
➟ সর্বনিম্ন সাক্ষরতার হারের জেলা : কিশোরগঞ্জ (৪০.৯%)

চট্টগ্রাম বিভাগ:
➟ প্রতিষ্ঠাকাল : ১৯২৯ সাল।
➟ আয়তন : ৩৩৭৭১ বর্গ কি:মি:
➟ জেলার : ১১ টি।
➟ উপজেলা : ১০০টি
➟ পৌরসভা : ৬১টি
➟ ইউনিয়ন : ৯৪৬টি
➟ সিটি কর্পোরেশন : ২ টি
➟ জনসংখ্যা : ২,৯১,৪৫,০০০ জন।
➟ বৃহত্তম জেলা: রাঙামাটি
➟ ক্ষুদ্রতম জেলা : ফেনী

রাজশাহী বিভাগ:
➟ প্রতিষ্ঠাকাল : ১৯৪৭ সাল।
➟ আয়তন: ১৮১৫৩.০৮ বর্গ কিমি।
➟ জেলার সংখ্যা: ৮ টি।
➟ উপজেলার সংখ্যা : ৬৬ টি।
➟ পৌরসভার সংখ্যা : ৫৯ টি
➟ ইউনিয়ন সংখ্যা : ৫৬৪ টি
➟ জনসংখ্যা :
১,৮৪,৮৪,৮৫৮ জন।
➟ বৃহত্তম জেলা : নওগাঁ
➟ ক্ষুদ্রতম জেলা : জয়পুরহাট।
➟ বড় শহর : রাজশাহী, বগুড়া, পাবনা

খুলনা বিভাগ:
➟ প্রতিষ্ঠাকাল : ১৯৪৭ সাল।
➟ আয়তন: ২২২৭২ বর্গ কিমি।
➟ জেলার সংখ্যা : ১০ টি।
➟ জনসংখ্যা : ১৫৫৬৩০০০ জন।
➟ বৃহত্তম জেলা : খুলনা
➟ ক্ষুদ্রতম জেলা : মেহেরপুর।

বরিশাল বিভাগ :
➟ প্রতিষ্ঠাকাল : ১৯৯৩ সাল
➟ আয়তন : ১৩২৯৭ বর্গ কিমি।
➟ জেলার সংখ্যা : ৬ টি।
➟ জনসংখ্যা : ৮১৪৭০০০ জন।
➟ বৃহত্তম জেলা : ভোলা।
➟ ক্ষুদ্রতম জেলা : ঝালকাঠি।

সিলেট বিভাগ :
➟ প্রতিষ্ঠাকাল : ১৯৯৫ সাল।
➟ আয়তন : ১২৫৯৬ বর্গ কিমি
➟ জেলার সংখ্যা : ৪ টি।
➟ জনসংখ্যা : ৯৮০৭০০০ জন।
➟ বৃহত্তম জেলা : সুনামগঞ্জ।
➟ ক্ষুদ্রতম জেলা : হবিগঞ্জ।

 রংপুর বিভাগ :
➟ প্রতিষ্ঠাকাল : ২০১০ সাল
➟ আয়তন: ১৬৩১৭ বর্গ কিমি।
➟ জেলার সংখ্যা : ৮ টি।
➟ জনসংখ্যা : ১৫৬৬৫০০০ জন।
➟ বৃহত্তম জেলা : দিনাজপুর।
➟ ক্ষুদ্রতম জেলা : লালমনিরহাট।

 ময়মনসিংহ বিভাগ :
➟ প্রতিষ্ঠাকাল : ১৪ সেপ্টেম্বর ২০১৫
➟ আয়তন : ১০৫৮৪ বর্গ কিমি।
➟ জেলার সংখ্যা : ৪ টি।
➟ জনসংখ্যা : ১১৩৬৯০০০ জন।
➟ বৃহত্তম জেলা : ময়মনসিংহ।
➟ ক্ষুদ্রতম জেলা : শেরপুর।

InfotakeBD

View posts by InfotakeBD
InfotakeBD is a information sharing blog, We share information for you. Please visit us and if you want to contribute for this blog please email us infotakebd@gmail.com. Thank you

Leave a Reply

Scroll to top