মুক্তিযুদ্ধের ১১ সেক্টর কমান্ডার নাম মনে রাখার সহজ উপায়
## জিয়ার খাস দশ বানুর ওজন শুন্যতা ##
১. জিয়া – জিয়াউর রহমান (১ নং)
২. খা- খালেদ মোশারফ (২নং)
৩. স – কে এম শফিউল করিম (৩নং)
৪. দ – সি আর দত্ত (৪ নং)
৫. শ – মীর শওকত আলী (৫ নং)
৬. বা – উইং কমান্ডার বাশার ( ৬ নং)
৭. নুর – কাজী নুরুজ্জামান (৭নং)
৮. ও – ওসমান চৌধুরী (৮ নং)
৯. জন- মেজর জলিল। (৯ নং)
১০. শুন্য – শুন্য ( কোনো সেক্টর কমান্ডার
ছিলনা) (১০নং)
১১. তা – কর্নেল তাহের (১১নং) ইনারা ছিলেন প্রধান।