মু‌ক্তিযুদ্ধ ও স্বাধীনতা – মুজিবনগর সরকারের গঠন ও কার্যাবলি

মু‌ক্তিযুদ্ধ ও স্বাধীনতা – মুজিবনগর সরকারের গঠন কার্যাবলি

মুজিবনগর সরকার আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেন ~ ১৭ এপ্রিল ১৯৭১
-মুজিবনগর সরকারের অস্থায়ী রাজধানীর নাম ~ মুজিবনগর।
আনুষ্ঠানিকভাবে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ সরকার গঠনের কথা ঘোষণা করেন ~ অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম।

মুজিবনগর সরকার বা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার গঠিত হয় ~ ১৯৭১ সালের ১০ এপ্রিল।
বাংলাদেশের স্বাধীনতা ঘোষণাপত্র জারি করা হয় ~ ১৯৭১ সালের ১০ এপ্রিল।
বাংলাদেশের অস্থায়ী সরকার গঠিত হয় ~ কুষ্টিয়রে মেহেরপুরের বৈদ্যনাথতলার ভবেরপাড়া গ্রামে।
প্রবাসী বাংলাদেশ সরকারের ক্যাম্প বা অফিস ছিল ~ ভারতের কলকাতাস্থ নম্বর থিয়েটার রোড।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা পাঠ করেন ~ অধ্যাপক এম ইউসুফ আলী।
-যে কয়টি রাজনৈতিক দলের সমন্বয়ে অস্থায়ী সরকার গঠন করা হয়েছিল ~ পাঁচটি।
অস্থায়ী সরকারের উপদেষ্টামন্ডলীর সদস্যকতজন ছিল ~ জন।

# এক নজরে মুজিবনগর সরকার #

রাষ্ট্রপতি : শেখ মুজিবুর রহমান
উপরাষ্ট্রপতি বা আস্থায়ী রাষ্ট্রপতি : সৈয়দ নজরুল ইসলাম
প্রধানমন্ত্রী : তাজউদ্দীন আহমদ
অর্থমন্ত্রী : এম মনসুর আলী
স্বরাষ্ট্র, ত্রাণ পুনর্বাসন মন্ত্রী : এইচ এম কামরুজ্জামান
পররাষ্ট্র আইনমন্ত্রী : খন্দকারমোস্তাক আহমদ
প্রধান সেনাপতি : কর্ণেল এম জি ওসমানী
চিফ অব স্টাফ : কর্ণেল আব্দুর রব
বিমানবাহিনী প্রধান : গ্রুপ ক্যাপ্টেন কে খন্দকার।

# মুজিবনগর সরকারের সচিব দপ্তর #

মূখ্য সচিব : রুহুল কুদ্দুস
কেবিনেট সচিব : এইচ টি ইমাম
অর্থ সচিব : খন্দকার আসাদুজ্জামান
প্রতিরক্ষা সচিব : আব্দুস সামাদ
সংস্থাপন সচিব : নুরুল কাদের খান
কৃষি সচিব : নুরুদ্দীন আহমদ
তথ্য সচিব : আনোয়ারুল হক খান
পররাষ্ট্র সচিব : চাষী মাহবুবুল আলম।
বহির্বিশ্বে বিশেষ দূত : বিচারপতি আবু সাঈদ চৌধুরী
স্বরাষ্ট্র সচিব ডিজি পুলিশ : আব্দুল খালেক
নয়াদিল্লিতে মিশন প্রধান : হুমায়ুন রশিদ চৌধুরী।
কলকাতায় মিশন প্রধন : হোসেন আলী
বাংলাদেশ শিক্ষক সমিতির প্রধান : . আর মল্লিক
ইয়ুথ ক্যাম্প পরিচালক : উইং কমান্ডার এম আর মির্জা
পরিচালক (আর্ট ডিজাইন) : কামরুল হাসান
পরিচালক (চলচ্চিত্র বিভাগ) : আব্দুল জব্বার খান
পরিচালক (তথ্য প্রচার দপ্তর) : এম আর আখতার মুকুল।
পরিচালক (স্বাস্থ্য দপ্তর) : ডাক্তার টি হোসেন

# মুজিবনগর সরকারের সর্বদলীয় উপদেষ্টা পরিষদ #

সভাপতি : মাওলানা ভাসানী, সভাপতি, ন্যাপ ভাসানী।
আহবায়ক : মণি সিং, সভাপতি, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি।
সদস্য : অধ্যাপক মোজাফফর আহমদ, সভাপতি, ন্যাপ মোজাফফর।
সদস্য : মনোরঞ্জন ধর, সভাপতি, বাংলাদেশ জাতীয় কংগ্রেস
সদস্য : তাজউদ্দীন আহমদ, প্রধানমন্ত্রী।
সদস্য : খন্দকার মোস্তাক আহমদ, পররাষ্ট্রমন্ত্রী

# মুজিবনগর সরকারের পরিকল্পনা কমিশন #

চেয়ারম্যান : . মোজাফফর আহমদ
সদস্য : আনিসুজ্জামান, সারোয়ার মুর্শিদ, স্বদেশ রঞ্জন, মোশারফ হোসেন।

 

InfotakeBD

View posts by InfotakeBD
InfotakeBD is a information sharing blog, We share information for you. Please visit us and if you want to contribute for this blog please email us infotakebd@gmail.com. Thank you

Leave a Reply

Scroll to top