সুশাসন সম্পর্কিত তথ্যাবলী – ২

সুশাসন সম্পর্কিত বিবিধ তথ্যাবলী

• ক্ষমতার ভারসাম্য নীতি প্রকৃত কার্যকর : আমেরিকা যুক্তরাষ্ট্রে।
• সুশাসনের জন্য প্রয়োজন : স্বাধীন ও শক্তিশালী সংবাদ মাধ্যম।
• মানবাধিকার রক্ষা করা, মৌলিক অধিকার উপভোগের অনুকূল পরিবেশ রক্ষা, জবাবদিহিতা কার্যকর, করা প্রশাসনের স্বচ্ছতা নিশ্চিত করা সম্ভব নয় স্বাধীন সংবাদ মাধ্যম ছাড়া।
• গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠা করা সম্ভব নয় : সাম্প্রদায়িক সম্প্রীতি ছাড়া।
• জাতীয় চেতনা ও দেশপ্রেম ক্ষতিগ্রস্ত হয় এবং মানবাধিকার ভূলুণ্ঠিত হয় : অসাম্প্রদায়িক চেতনার অভাবে।
• মানুষ সরকার ও রাষ্ট্র প্রণীত আইন মেনে চলে : শুধু শাস্তির ভয়ে।
• মানুষ রাষ্ট্র ও সরকারকে মেনে চলে : বিবেকবোধ, প্রজ্ঞা, উচিত- অনুচিত, ভাল-মন্দ বিচার করে।
• সরকার ও সরকারের প্রশাসন যন্ত্রের সংশ্লিষ্ট ব্যক্তিদের সুকুমার বৃত্তি পরিশীলিত করে : নৈতিক মূল্যবোধ।
• আইনের শাসনের প্রাণ তোমার নির্ভর করে : তিনটি প্রবৃত্তির উপর।
• আইনের শাসনের প্রাণভোমরা প্রবৃত্তিগুলো হল : শাসকের ন্যায়পরায়ণ, আচরণ, নিপীড়নমুক্ত স্বাধীন পরিবেশ ও আইনের শাসনের উপর্যুক্ত পরিবেশ।
• আইন কার্যকর করবে : আদালত।
• আইনসভায় বসে যুক্তি-তর্ক পেশ ও আলাপ-আলোচনার মাধ্যমে সমাধান খুঁজতে হবে : রাষ্ট্রের সকল সমস্যার।
• মানবাধিকার লঙ্ঘন যেন না হয় কারো উপর যেন জুলুম নির্যাতন না করা হয় সরকার যেন অন্যায়-নির্যাতন না করতে পারে এসব দেখা : মানবাধিকার কমিশনের কাজ।
• লক্ষ্য নির্ধারণ এবং অগ্রাধিকার বিবেচনায় পারঙ্গম ও দূরদর্শী হতে হবে : সুশাসন প্রতিষ্ঠার জন্য।
• নাগরিকের সামাজিক ও রাজনৈতিক অধিকারগুলো অর্থহীন হয়ে পড়ে : অর্থনৈতিক অধিকারের নিশ্চয়তা না থাকলে।
• কোন ব্যক্তি সভ্য ও সুন্দর জীবন যাপন করতে পারে না : চিন্তা, মত ও বক্তব্য প্রকাশের স্বাধীনতা না থাকলে।
• প্রশাসনিক কর্মকর্তাদের আচরণ হবে : দায়িত্বশীল ও জবাবদিহিমূলক।
• সুশাসন প্রতিষ্ঠিত হতে পারে না : সরকার পক্ষ ও কার্যকর প্রশাসন গড়তে ব্যর্থ হলে।
• সুশাসন প্রতিষ্ঠা ব্যাহত করে : উচ্চাভিলাষী ও ভুল সিদ্ধান্ত।
• সরকারের কাজ এবং গৃহীত নীতি ও সিদ্ধান্ত স্পষ্ট ও স্বচ্ছ হলে বৃদ্ধি পাবে জন অংশগ্রহণ।
• আইন হবে : সময়োপযোগী।
• সকল নাগরিকের প্রধান দায়িত্ব ও কর্তব্য : রাষ্ট্রের প্রতি নিঃশর্ত আনুগত্য।
• রাষ্ট্রের বৃহত্তর স্বার্থের জন্য বিসর্জন দিতে হয় : ক্ষুদ্রস্বার্থ।
• নাগরিকের পবিত্র দায়িত্ব ও কর্তব্য : রাষ্ট্রের আইন মেনে চলা।
• রাষ্ট্রের অস্তিত্ব রক্ষা ও উন্নততর সমাজজীবন প্রতিষ্ঠার জন্য তৈরি হয় : আইন।
• সুশাসন প্রতিষ্ঠার পথ সুগম হবে : সৎ ও যোগ্য প্রার্থী নির্বাচনে।
• রাষ্ট্রীয় কাজ সুসম্পন্ন হয় : কর দিয়ে।
• নাগরিক ও মানবিক গুণাবলীর বিকাশ ঘটে না : শিক্ষা ব্যতীত।
• নাগরিককে দায়িত্ব-কর্তব্য পালনে সচেতন করে : শিক্ষা।
• রাষ্ট্র : জনগণের জন্য।
• রাষ্ট্রের সকল সম্পদই যার সম্পদ : জনগণের।
• রাষ্ট্রের উন্নয়ন ও অগ্রযাত্রা ব্যাহত হয় : আইন-শৃঙ্খলা দুর্বল/ভেঙ্গে পড়লে।
• রাষ্ট্রের সর্বোচ্চ আইন : সংবিধান।
• সততা ও সতর্কতার সাথে ভোট প্রদান ও প্রার্থী বাছাই, স্থানীয় ও জাতীয় পর্যায়ে রাজনৈতিক ও প্রশাসনিক কাজে অংশগ্রহণ সম্ভব হয় না : সুশাসন প্রতিষ্ঠিত না হলে।
• স্বাধীন দুর্নীতি দমন কমিশন প্রয়োজন : দুর্নীতি দমনের জন্য।
• আইনের শাসন না থাকলে বাধাগ্রস্ত হয় : সুশাসন।
• সুশাসনের একটি সমস্যা : জবাবদিহিতার অভাব।
• নীতি প্রণয়ন ও সিদ্ধান্ত গ্রহণের দক্ষতার অভাবে হয় : সরকারের অকার্যকারিতা।
• সুশাসনের অন্যতম অন্তরায় : রাজনৈতিক ব্যবস্থার অভাব।
• সুশাসন প্রতিষ্ঠার পথে অন্যতম বাধা : স্বজনপ্রীতি।
• নিয়োগ, বদলি, পদায়ন বা অন্যান্য সুযোগ সুবিধার ক্ষেত্রে স্বজনদের অগ্রাধিকার প্রদান করা হল : স্বজনপ্রীতি।
• রাষ্ট্রের মৌলিক উপাদান : ৪টি।
• সরকারের কাজ : দেশ পরিচালনা বা শাসন করা।
• সুশাসন প্রতীক হিসেবে ব্যবহৃত হয় : সরকারের ভূমিকা সম্পর্কে ধারণাগত পরিবর্তন বোঝাতে।
• শাসনের প্রধান উপাদান : ৩টি।
• প্রক্রিয়া, বিষয়বস্তু, সম্পদ ও সেবা বিতরণ হচ্ছে : শাসনের প্রধান তিন উপাদান।
• সুশাসন নিশ্চিত করার বড় উপায় : গণতন্ত্র।
• সুশাসনের অন্যতম প্রধান ভিত্তি : আইনের শাসন।
• রাষ্ট্রীয় জীবনে নিরপেক্ষভাবে আইন প্রয়োগের মাধ্যমে মানবাধিকার সংরক্ষণ হল : আইনের শাসন।
• জনগণের অধিকার রক্ষার রক্ষাকবচ : আইনের শাসন।
• আইনের শাসন প্রতিষ্ঠায় জরুরি নিরপেক্ষ, স্বাধীন বিচার বিভাগ এবং দুর্নীতিমুক্ত আইন প্রয়োগকারী সংস্থা।
• জাতির কান্ডারী হলেন : একজন দক্ষ নেতা।
• উন্নয়নশীল দেশের জন্য মডেল : মালয়েশিয়ার নেতা মাহাথির বিন মুহম্মদ।
• অভিশাপ হিসেবে দেখা হয় : দুর্নীতিকে।

InfotakeBD

View posts by InfotakeBD
InfotakeBD is a information sharing blog, We share information for you. Please visit us and if you want to contribute for this blog please email us infotakebd@gmail.com. Thank you

Leave a Reply

Scroll to top